নওগাঁর রাণীনগরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব। ওই সময় পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই উপজেলার বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- রাণীনগর উপজেলার ভারনা গ্রামের মহির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ, রাজশাহীর বোয়ালীয়া উপজেলার সাগরপাড়া গ্রামের নুরুল হকের ছেলে ফারুক হোসেন, রাজশাহীর দূর্গাপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যাব-৫ এর জয়পুরহাট সিপিসির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়ার বিভিন্ন স্থান থেকে প্রত্নতাত্ত্বিক নির্দশনসমূহ অবৈধভাবে সংগ্রহ করে দেশে ও বিদেশে পাচার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাণীনগর উপজেলার বড়গাছা এলাকা থেকে কষ্টি পাথরের একটি গণেশ মূর্তি, ৬৭টি এসিড নজলস, ৪০টি হ্যান্ড গ্লাভস, একটি ছোট আয়না, চারটি মোবাইল, পাঁচটি সিম উদ্ধার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.