You have reached your daily news limit

Please log in to continue


আমার ব্যক্তিত্ব তুমি সামাল দিতে পারবে না, কাকে বললেন নুসরত?

অভিনেত্রী এবং নেত্রী। একসঙ্গে তিনি দুই রূপে। নুসরত জাহান। বিতর্ক তাঁর নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি ট্রোলড হয়েছেন বুদ্ধের ছবি এঁকে। তার পর খোলা পিঠে ছবি দিয়েও একই ভাবে নেটাগরিকদের একাংশের তোপের মুখে পড়েন সাংসদ-অভিনেত্রী। তাতে কি থেমে যাবেন নুসরত? মোটেই না। বাস্তব হোক বা ভার্চুয়াল জগৎ, নিজেকে মেলে ধরতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না তিনি। আরও এক বার তিনি সাহসী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের খানচারেক ছবির পোস্ট করেন তিনি। হালকা মেকআপ, পরনে হালকা গোলাপি রঙের ফ্লোরাল ড্রেস আর খোলা চুলে তিনি যেন পাশের বাড়ির মেয়ে। মুখে লেগে আছে মৃদু হাসি। ভাবছেন তো, এতে সাহসের কী আছে? টুইস্টটা আসলে অন্য জায়গায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন