অবসরের পরও নিশ্চিন্তেই! আয় বাড়াতে কাজে আসুক জোড়া কেন্দ্রীয় প্রকল্প
কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিই প্রবীণ নাগরিকদের কাছে নিয়মিত আয়ের সবচেয়ে বড় ভরসা। কিন্তু ফিক্সড ডিপোজিটে সুদের অনিশ্চয়তা প্রবীণ নাগরিকদের সবথেকে বেশি প্রভাবিত করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দু'টি প্রকল্প তাঁদের জন্য বিশেষ ফলদায়ী হয়ে উঠতে পারে। আর এই দু'টি প্রকল্পই শুধুমাত্র প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। অবসর জীবনে আরও বেশি নিশ্চিত আয়ের জন্য তাঁরা চাইলে এই দুই প্রকল্পে একসঙ্গে লগ্নি করতে পারেন।
প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি স্বল্প সঞ্চয় প্রকল্প হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (এসসিএসএস) টাকা রাখার জন্য এখন আর পোস্ট অফিসে যাওয়ার দরকার নেই। প্রথমে ভারতীয় স্টেট ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)এবং এসসিএসএস আগে থেকেই বিক্রি করত। তবে ২০১৭ সালের অক্টোবর মাস থেকে বেসরকারি ব্যাংকগুলিকেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বিক্রিতে অনুমতি দিয়েছে সরকার।
৭.৪ শতাংশ সুদের হার:
বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Senior Citizen Savings Scheme) ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ৬০ বছরের বেশি বয়সী যে কোনও ব্যক্তি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। যদিও এই নিয়মে কিছু ছাড় আছে। বিশেষ ক্ষেত্রে ৬০ বছরের কম বয়সেও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে তার কিছু শর্ত আছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ ৫ বছর। তবে আমানতকারী চাইলে এর মেয়াদ বৃদ্ধিও করতে পারেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রকল্প
- অবসর
- ক্ষুদ্র ঋণ