কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মতুয়ারা ক্ষুব্ধ, অমিত শাহের যাওয়া বাতিল

বাংলাদেশ থেকে আসা মতুয়া শরণার্থীরা এখন বিজেপি-র উপর রীতিমতো ক্ষুব্ধ। তাই মতুয়াদের কাছে যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন অমিত শাহ। কিছুদিন আগেই বিজেপি সাংসদ ও মতুয়া নেতা শান্তনু ঠাকুর প্রশ্ন তুলেছিলেন। প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও মতুয়াদের এখনো নাগরিকত্ব দেয়া হলো না কেন? কেন বিজেপি কথার খেলাপ করল? মোদী-শাহের রাজত্বে সচরাচর প্রকাশ্যে কোনো সাংসদ দলের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেন না। শান্তনুর কথায় বোঝা গেছিল, তাঁর উপর চাপ কতটা মারাত্মক এবং একইসঙ্গে বিজেপি-র বিরুদ্ধে মতুয়াদের ক্ষোভ কতটা প্রবল। সেই ক্ষোভের আঁচ পেয়েই আপাতত মতুয়াদের কাছে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন অমিত শাহ, দাবি বিজেপি সূত্রের। আগে বলা হয়েছিল, বনগাঁয় সভা করতে যাওয়ার আগে তিনি মতুয়াদের কাছে যাবেন। আগামী ১৯ ডিসেম্বর তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন। তাঁর সফরের যে বিবরণ এখন দলীয় স্তরে দেয়া হয়েছে, তাতে মতুয়াদের কাছে যাওয়ার বিষয়টি নেই। রাজ্য বিজেপি নেতা সৌরভ শিকদার ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''অমিত শাহ এখন প্রত্যেক মাসেই পশ্চিমবঙ্গ সফর আসবেন। তাই কোনো কারণে এ বার তিনি মতুয়াদের কাছে যেতে পারছেন না। পরে যাবেন।'' সৌরভের দাবি. ''শান্তনু ঠাকুরের সঙ্গে কৈলাশ বিজয়বর্গীয়ের কথা হয়েছে। ভুল বোঝাবুঝি মিটে গেছে।'' সেই বৈঠকের পর কৈলাশ জানিয়েছেন, জানুয়ারি থেকেই মতুয়াদের নাগরিকত্ব দেয়া শুরু হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন