বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার প্রসঙ্গ ধরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভিন্নমত থাকতে পারে, কিন্তু ‘দলীয় শৃঙ্খলার বাইরে’ কেউ নন। মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এ মন্তব্য আসে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সোমবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে ‘শোকজ’ নোটিস পাঠানো হয়।