নাইজেরিয়ায় শিক্ষার্থী অপহরণের দায় স্বীকার করলো বোকো হারাম

ইত্তেফাক নাইজেরিয়া প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১৩:১৮

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থী অপহরণের ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। বার্তা সংস্থা এএফপি নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মঙ্গলবার একটি অডিও বার্তায় বোকো হারামের একজন নেতা বলেন, আমি আবুবকর শেকাও এবং আমার ভাইয়েরা এই অপহরণের জন্য দায়ী। গত শুক্রবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলা চালায়। এই হামলার পর হামলাকারীরা তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও