জার্মান ক্রিসমাস বাজার স্বাভাবিক

ডয়েচ ভেল (জার্মানী) বার্লিন প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১১:২২

বুধবার থেকে বন্ধ হয়ে যাবে দোকানপাট। তার আগে জার্মানরা ক্রিসমাসের বাজার সেরে ফেলছেন। তবে দোকানে গুঁতোগুঁতি নেই। বুধবার শুরু জার্মানিতে নতুন করে লকডাউনের কড়াকড়ি শুরু হচ্ছে। বড়দিনের সময় করোনা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। তবে কড়াকড়ি ঘোষণা হলেও মানুষের মধ্যে গত লকডাউনের মতো প্যানিক সৃষ্টি হয়নি।

''কাজের ফাঁকে ছোট্ট বিরতি নিয়ে দোকানে এসেছি। এখনো বেশ কিছু ক্রিসমাস উপহার কেনা বাকি।'' দোকানের বাইরে দাঁড়িয়ে এক নারী জানিয়েছেন ডিডাব্লিউকে। বার্লিনের ঠিক বাইরে একটি ফার্নিচারের দোকানে ঢুকেছিলেন তিনি। ডিডাব্লিউকে তিনি বলেছেন, ''ভেবেছিলাম দোকানে আরো লোক থাকবে। লাইনে দাঁড়াতে হবে। কিন্তু এসে দেখলাম তত ভিড় নেই।''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও