![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/4724c9723f1d752deddcd527986690ab-2012150444.jpg)
এই গাছ বাড়িতে রাখলেই হাতে আসবে টাকা!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১০:৪৪
কথায় আছে, টাকা দিলে বাঘের চোখও মেলে। টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলেই মনে করা হয়। মতভেদ থাকলেও বেশিরভাগ মানুষ এমনটাই বিশ্বাস করেন। তবে আপনি জানেন কি, বাড়িতে ‘টাকার গাছ’ লাগাতে পারবেন। না কোনো অবাস্তবিক ব্যাপার না।
ভাববেন না যেন, এই গাছে ফলের মতো টাকা ধরে। তবে এই গাছ বাড়িতে যত্ন সহকারে রাখলে নাকি হাতে আসবে অফুরন্ত টাকা। ’ গাছটির নাম ক্র্যাসুল্লা। এই গাছের পাতা মোটা, চকচকে এবং মসৃণ।
- ট্যাগ:
- লাইফ
- টাকা
- গাছ লাগানো
- অবিশ্বাস্য গল্প