নৃশংস শাস্তির বিধান! ছেলের মাংস রান্না করে খেতে দেয়া হয় বাবাকে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১১:০৮
কথায় বলে আজ না হোক ২০ বছর বাদে হলেও, মানুষকে তার অন্যায়ের শাস্তি পেতেই হয়। তবে প্রাচীন পারস্যে অন্যায়ের জন্য যেসব শাস্তি দেয়ার প্রচলন ছিল তা শুনলে আপনার গা-হাত-পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে পারে! কেমন সেই ভয়ংকর শাস্তি? চলুন তবে জেনে নেয়া যাক- এবার পারস্যের বিখ্যাত এক বিচারক সিসামনেস,
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। ফলে তৎকালীন রাজা দারিউস, বিচারক সিসামনেসকে দৃষ্টান্তমূলক শাস্তির সিদ্ধান্ত নেন। কি করলেন তিনি সিসামনেসের সঙ্গে ? আরো পড়ুন: নৃশংসভাবে বলি দেয়া হয় এই কুমারীকে, প্রকৃতিই তাকে করেছে মমি প্রথমে জল্লাদ দিয়ে তার গলা কেটে জবাই করার পর, রাজার আদেশে মৃত সিসামনেসের শরীরের প্রতি ইঞ্চির চামড়া আলাদা করা হয় মৃতদেহ থেকে। সেই চামড়া দিয়ে কি করা হলো জানেন?