
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ বলছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য সরকারি–বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না। তীরে ভাঙনের আশঙ্কা থাকলে কোনো নদী থেকেও বালু তোলা যাবে না।
বাংলাদেশে আইনে অনেক কিছুই থাকে, কিন্তু আইনকে কেউ যেন পরোয়া করতে চায় না। শেরপুরের নালিতাবাড়ীতে বালু ব্যবসায়ীরা তা–ই করছেন এবং তাঁদের বাধা দেওয়ার কেউ আছে বলে মনে হচ্ছে না। কোনো নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করে বালু তোলার কারণে ভোগাই নদের বাঁধ ভাঙনের মুখে পড়ছে।