যুদ্ধাপরাধী দুই আজারি সেনা
সোমবার থেকে যুদ্ধবন্দিদের হস্তান্তর শুরু করেছে দুইটি দেশ। একই সঙ্গে দুই আজারি সেনার বিচার শুরু করেছে আজারবাইজান।
যুদ্ধাপরাধের অভিযোগ উঠল দুই আজারি সেনার বিরুদ্ধে। আজারবইজেন জানিয়েছে, দুইজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য দিকে, সোমবার থেকে যুদ্ধবন্দি হস্তান্তর শুরু করেছে আজারবাইজান এবং আর্মেনিয়া। এই সপ্তাহের মধ্যেই সমস্ত যুদ্ধবন্দির হস্তান্তর হয়ে যাবে বলে দুইটি দেশই জানিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্দি
- যুদ্ধাপরাধী
- হস্তান্তর