ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার মাত্রা ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে একটি ভুল বোঝাবুঝিতে সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হন তিনি। যা হতবাক করে দিয়েছে দেশের ক্রিকেট সমর্থকদের। যদিও, নাসুমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ম্যাচ পরবর্তী আলাপে তা এড়িয়ে গেছেন মুশি। অন্যদিকে, টুর্নামেন্ট জুড়ে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আরো বেশি ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন অনুজদের।
ম্যাচে তখন প্রচণ্ড উত্তেজনা। রান বলের হিসাবনিকাশ মেলাতে ব্যস্ত সবাই। বোলিং ইউনিটের একটা ছোট্ট ভুল এগিয়ে দেবে ফরচুন বরিশালকে। স্বাভাবিকভাবেই মাথা গরম ছিলো বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.