You have reached your daily news limit

Please log in to continue


মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

গত ১১ ডিসেম্বর ইউনেস্কো ‘বঙ্গবন্ধু সৃজনশীল অর্থনীতি পুরস্কার’ প্রবর্তনের ঘোষণা দেয়। এর এক সপ্তাহ পর গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) মরিশাসে বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুর নাম সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এই প্রক্রিয়ার অংশ হিসাবে মরিশাসের রাজধানী সেন্ট লুইতে একটি সড়কের নামকরণ করা হবে বঙ্গবন্ধুর নামে।’ওই কর্মকর্তা জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’ উদ্বোধন করবেন মরিশাসের উপ-প্রধানমন্ত্রী এবং সেন্ট লুই এর মেয়র।’এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা প্রদান করবেন এবং ঢাকা থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত থাকবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন