কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাধারণ মানুষ করোনা টিকা পাবেন কী ভাবে? নির্দেশিকা জারি করল কেন্দ্র

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭

সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের সাধারণ মানুষকে করোনা টিকা দেওয়ার পদ্ধতিগত নির্দেশিকা জারি করা হল। নির্দেশিকায় বিস্তারিত বলা হয়েছে, কী ভাবে ভারতের সাধারণ মানুষের টিকা পৌঁছে যাবে। সরকারের পরিকল্পনা অনুসারে, প্রথম ধাপে ৩০ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হবে। যে তালিকার মধ্যে পড়ছেন স্বাস্থ্যকর্মী-সহ সমস্ত প্রথম সারির করোনা যোদ্ধারা। এ ছাড়াও তালিকায় থাকবেন যাঁদের বয়স পঞ্চাশের বেশি ও যাঁদের ‘কো-মর্বিডিটি’ রয়েছে তাঁরাও।

পদ্ধতিগত নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন এক একটি অর্ধে ১০০ থেকে ২০০ মানুষকে করোনা টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পর আপাত ভাবে ৩০ মিনিট টিকাপ্রাপ্তের উপর নজর রাখা হবে, কোনও খারাপ প্রভাব তাঁর স্বাস্থ্যে পড়ছে কি না সেটি দেখার জন্য। টিকা দেওয়ার জন্য পাঁচ জনের এক একটি দল তৈরি করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও