![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/12/online/facebook-thumbnails/mohish-samakal-5fd759b0a5193.jpg)
১৮ ঘণ্টা চেষ্টার পর ধরা পড়ল মহিষটি, প্রাণ গেল একজনের
১৮ ঘণ্টা তান্ডব চালানোর পর সোমবার দুপুরে পাগলা মহিষটিকে বধ করেছে স্থানীয় প্রশাসন। বনবিভাগের রেসকিউ টিম ট্রাঙ্কুলাইজ গান (চেতনা নাশক ওষুধ) ব্যবহার করে দুপুর ২টার দিকে মহিষটিকে নিয়ন্ত্রণে আনে। এরপর মহিষটিকে জবাই করে মাটিচাপা দেওয়া হয়েছে।এর আগে রোববার বিকেলে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় একটি মহিষ সাধারণ মানুষের ওপর হামলা চালাতে শুরু করে।
খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন মহিষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। এসময় মহিষের হামলায় বোয়ালখালী পৌরসভা বহদ্দারপাড়া ইউছুপ তালুদার বাড়ির আবুল কাশেমের ছেলে মো. ইসমাইল (৫০) নিহত হন।