সাদা জামাকাপড় দীর্ঘদিন নতুন রাখার উপায়
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩২
অনেকেই আছেন সাদা রঙের পোশাক পরতে পছন্দ করেন। আবার অফিসে ফরমাল পোশাকের জন্য সাদা শার্ট পরতেই হয়। তবে আলমারিতে সাদা রঙের পোশাক বেশিদিন রাখার কথা ভাবলেই একটি ভয় কাজ করে, কিছুদিন পরই সাদা জামা- কাপড়ের রং হলুদ হয়ে যাওয়া।
তবে সাদা পোশাক ধুয়ে এবং এটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে দীর্ঘদিন উজ্জ্বল এবং নতুনের মতো করে রাখতে পারবেন। এজন্য যা করবেন এবং করবেন না- > সাদা পোশাক ধোয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করুন। আবার খুব সামান্য ডিটারজেন্ট ব্যবহার করলে সাদা অংশে ময়লা তুলতে সক্ষম হবে না, হলুদ থেকেই যাবে।
- ট্যাগ:
- লাইফ
- সাদা কাপড়
- পরিস্কার রাখার উপায়