বাপ্পি চৌধুরীর সাথে 'গিভ অ্যান্ড টেক' করবেন অধরা খান। তবে বাস্তরের গিভ অ্যান্ড টেক নয়, এই শিরোনামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ দুজন। রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের এ ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। 'গিভ অ্যান্ড টেক' বাপ্পী-অধরা জুটির তৃতীয় ছবি।
অধরা জানান, ছবিতে আমাকে খুব সহজ সরল একটি মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। এই ছবির নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সব কিছু মিলে সুন্দর একটি টিম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.