![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Explosion-hits-oil-tanker-off-Saudi-Arabian-port-2012140825.jpg)
জেদ্দা বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ
সৌদি আরবের জেদ্দা বন্দরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সিঙ্গাপুরের পতাকাবাহী বিডব্লিউ রাইন নামের ট্যাঙ্কারটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। এদিকে ট্যাঙ্কারটির মালিকানা প্রতিষ্ঠান বিডব্লিউ গ্রুপও এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ট্যাঙ্কারটির ক্ষয়-ক্ষতি হলেও সেখানে অবস্থানরত ২২ জন ক্রু নিরাপদে রয়েছেন। তবে ট্যাঙ্কারটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।