১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় দেশের যেসব অঞ্চল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১২:০৪

বাঙালির এবং বাংলার বিজয়ের মাস ডিসেম্বর। একদিকে যেমন শোকে স্তব্ধ মানুষ, তার মাঝেই উঁকি দিচ্ছে বিজয়ের সূর্য। ডিসেম্বরের শুরু থেকেই একে একে দেশের বিভিন্ন অঞ্চল হানাদার মুক্ত হতে শুরু করেছে। পাকিস্তানিদের নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ, ধর্ষণসহ ১৯৭১ সালের পুরো বছরজুড়েই ছিল ধ্বংসলীলা।

তবে বাংলার মানুষকেও তারা পরাস্ত করতে পারেনি। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে বাঙালি ছিনিয়ে এনেছে তাদের স্বাধীনতা। বিশবার মানচিত্রে যুক্ত হলো নতুন এক দেশ। বঙ্গোপসাগরের তীরে ছোট এক বদ্বীপ, লাল সবুজের বাংলাদেশ। ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস। তবে সবচেয়ে কলঙ্কময় দিন ১৪ ডিসেম্বর। এই দিনে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চল হানাদার মুক্ত হয়। নীল আকাশে বিজয়ের নিশান উড়তে থাকে এসব জায়গাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও