টিকা নিয়ে নিষ্ক্রিয়তায় তোপে ব্রাজিলের প্রেসিডেন্ট
করোনাভাইরাসের টিকা পেতে যথাযথ উদ্যোগ না নেওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। সমালোচকেরা বলছেন, দেশটিতে করোনায় মৃত্যু যখন আবার বাড়তে শুরু করেছে, তখন সুসংহত টিকা কর্মসূচি গ্রহণে তাঁর ব্যর্থতা ‘আত্মহত্যামূলক অবহেলা’র শামিল। দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার মানুষ মারা গেছেন। তবে প্রেসিডেন্ট বলসোনারো করোনার ভয়াবহতাকে বরাবরই খাটো করে তুলে ধরার চেষ্টা করছেন। তাঁর ভাষায়, করোনা মহামারি ‘একটি ছোটখাটো ফ্লু’।