২৬৫ বধ্যভূমি সংরক্ষণের কাজ শুরুই হয়নি
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে আড়াই বছর আগে একটি প্রকল্প নেয় সরকার। দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২৮১টি বধ্যভূমি সংরক্ষণের পাশাপাশি সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্যই প্রকল্পটি নেওয়া হয়। এই প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত মাত্র একটি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ করতে পেরেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বাকি ২৮০টির মধ্যে ৩টির কাজ শেষের পথে। আর ১২টির কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যই বলছে, আড়াই বছরেও ২৬৫টি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করা যায়নি। কবে কাজ শুরু হবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেটি বলতে পারছেন না। অথচ প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র ছয় মাস।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর, ১০ মাস আগে