বেতন জটিলতা : ভারতে আইফোন কারখানায় ভাঙচুর, গ্রেপ্তার শতাধিক

এনটিভি বেঙ্গালুরু প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪০

ভারতের বেঙ্গালুরুতে একটি তাইওয়ানি প্রতিষ্ঠান পরিচালিত আইফোন কারখানায় ভাঙচুরের ঘটনায় সেখানকার শতাধিক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উইসট্রন ইনফোকম পরিচালিত কারখানাটির কর্মচারীদের অভিযোগ, চার মাস ধরে তাদের পুরো বেতন দেওয়া হচ্ছে না এবং জোরপূর্বক বাড়তি সময় কাজ করানো হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়েছে।

কর্মচারীদের অসন্তোষের মধ্যে গত শনিবার রাতে একদল লোক কারখানার কর্মকর্তাদের কার্যালয় ভাঙচুর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রড দিয়ে আঘাত করে কারখানার সিসিটিভি ক্যামেরা ও গ্লাসের দেয়াল ভেঙে চুরমার করা হয়েছে এবং একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও