![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fed0623dd-6c19-4629-8825-94d7cf6f9c1c%252Fcoronavirus_2.png%3Frect%3D0%252C113%252C1000%252C525%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিশ্বে করোনা থেকে সুস্থ ৫ কোটির বেশি মানুষ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। মৃত মানুষের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮ লাখের বেশি।
পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৬। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৬ লাখ ১৮ হাজার ৮২২ জন।