কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেজরিওয়ালের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ইনকিলাব দিল্লি, ভারত প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিটির খবরে বলা হয়েছে, দিল্লির পৌর সংস্থাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে গত সোমবার থেকে দিল্লি সরকারের মন্ত্রীদের বাসভবনের সামনে বিক্ষোভ করে আসছেন বিজেপির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার এমন একটি বিক্ষোভ থেকে উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়ার বাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনার পর গতকাল রোববার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। এ সময় বাসভবনের জিনিসপত্র ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়।

বিগত কয়েকদিন ধরেই আপ মন্ত্রী-বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সরকারি দলটির দাবি, পৌরনিগম পরিচালনার জন্য টাকা দিচ্ছে না কেজরি সরকার। এই ইস্যুতে গত বৃহস্পতিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতেও হামলা চালায় বিজেপি গুণ্ডারা, অভিযোগ আপের। ওই ঘটনার বেশ কয়েকটি ফুটেজও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে, পুলিশ প্রহরার সামনে দিয়েই একদল লোক সিসোদিয়ার বাড়িতে ঢুকছে। জানা গেছে, সেই সময়ে বাড়িতে ছিলেন না উপমুখ্যমন্ত্রী। আক্রমণ করা হয় তাঁর স্ত্রী-সন্তানদের ওপর। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা গেরুয়া শিবিরের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও