
জোড়া গোলে শততম ম্যাচ রাঙালেন রোনালদো
জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচ। উপলক্ষ্যটা দারুণভাবে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করলেন দুই গোল। তাতে দলও জিতল হেসেখেলে। ইতালিয়ান সিরি আ লিগে রোববার ৩-১ জেনোয়াকে পরাজিত করেছে জুভেন্টাস। মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া জুভ শিবির লিগে এই প্রথম টানা দুই ম্যাচ জিতল।
পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জেনোয়ার মাঠে প্রথমার্ধে গোল পায়নি জুভেন্টাস। ৫৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাককেনির পাসে এক ঝটকায় একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালা। এবারের লিগে এটা তার প্রথম গোল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে