বোলপুরে পদযাত্রা করবেন শাহ: অনুপম
বোলপুরে এসে অমিত শাহ পদযাত্রা করবেন বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা। রবিবারের ওই বৈঠকে অনুপম বলেন, ‘‘পদযাত্রা শেষে বক্তব্য রাখবেন অমিত শাহ। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে।’’
কেন বোলপুর? অনুপমের কটাক্ষ, ‘‘যেখানে পিঁপড়ে বেশি সেখানেই ব্লিচিং পাউডার ছড়াতে হয়। তাই এখানেই পথসভা করবেন অমিত শাহ।’’ তবে, কোন পথে এবং কখন পদযাত্রা হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে বিজেপি সূত্রের খবর। এ দিন অবশ্য ডাকবাংলো মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতৃত্ব।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরিদর্শন
- পথসভা
- পদযাত্রা
- অমিত শাহ