প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ! এখনও FD-তে ৮.৬৫% রিটার্ন দিচ্ছে এই ব্যাংক
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:০০
দেশে স্বল্প সঞ্চয়ে সুদ ক্রমশ কমছে। ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সাম্প্রতিক সময়ে রেপো রেট উল্লেখযোগ্য হ্রাস করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট ছিল ৬.২৫ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪ শতাংশ। রেপো রেট কমায় শিল্প সংস্থাগুলি সবথেকে বেশি লাভবান হয়েছে।
কারণ রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া পথে ব্যাংকগুলি ঋণের ক্ষেত্রে সুদ কমাচ্ছে। অন্যদিকে, নাভিশ্বাস ওঠার অবস্থা মধ্যবিত্তের। কারণ এদেশের বড় অংশের মধ্যবিত্তের আশা ভরসা ফিক্সড ডিপোজিট। কিন্তু সেখানে আয়ের উপরে কোপ পড়েছে।