You have reached your daily news limit

Please log in to continue


বড় সব ইস্যুই আলোচনায় তুলবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল বৈঠক হতে যাচ্ছে ১৭ ডিসেম্বর। দুই নেতার এ বৈঠকে পানি বণ্টন সমস্যা, সীমান্ত হত্যা বন্ধসহ বড় সব বিষয় আলোচনায় তুলবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন এ কথা। ওই বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে। একাধিক প্রকল্প উদ্বোধন করা হবে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু আছে, সেসব ইস্যু আমরা আগামী বৈঠকে তুলব। পানি সমস্যা, সীমান্তে অনিশ্চয়তাসহ সবগুলো ইস্যুই তুলে ধরব।’ দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সংযোগের কোনো প্রকল্প চালু হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘৫৫ বছর পর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। আগে একসময় এটা চালু ছিল। মাঝে ৫৫ বছর বন্ধ আছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন