চসিকের কার্যক্রমে গতি ফিরেছে
খোরশেদ আলম সুজন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিকসেবা কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এ মন্তব্য করেন।
রোববার সকালে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে প্রশাসক ও কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় করপোরেশনের প্রকৌশলীরা চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে স্থানীয় সরকার সচিবকে অবহিত করেন।