![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/13/nepal-mujib100-drama-131220-01.jpg/ALTERNATES/w640/nepal-mujib100-drama-131220-01.jpg)
বঙ্গবন্ধুকে নিয়ে এবার নেপালে নাটক
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সুইডেনে বসবাসরত এক বাংলাদেশি সাহিত্যিক ও নাট্যকারের লেখা বঙ্গবন্ধু বিষয়ক নাটক নেপালে মঞ্চায়িত হতে যাচ্ছে।
১৫ ডিসেম্বর রাজধানী কাঠমুন্ডুতে স্থানীয় সময় বিকাল পৌনে ৪টায় নেপালের শীর্ষস্থানীয় নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটারের প্রযোজনায় আনিসুর রহমানের লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’ মঞ্চায়িত হবে।