আমেরিকায় মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙল ‘খালিস্তান সমর্থকরা’

আনন্দবাজার (ভারত) আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:১৮

আমেরিকায় কৃষক আন্দোলনের সমর্থনে ভারতীয় দূতাবাসের সামনে চলল তাণ্ডব। প্রতিবাদীরা মোহনদাস কর্মচন্দ গাঁধীর মূর্তি ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ওযাশিংটন ডিসিতে ঘটে যাওয়া এই ঘটনার কথা উল্লেখ করে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে খালিস্তানি সমর্থকরা।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, শনিবার মার্কিন দূতাবাসের সামনে তীব্র বিক্ষোভ শুরু হয়। তারপরেই তাণ্ডব চালায় প্রতিবাদীরা। সরকারি ভাবে দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘‘ডিসেম্বরের ১২ তারিখে খালিস্তানি সমর্থকরা গাঁধী মেমোরিয়াল প্লাজার সামনে গাঁধী মূর্তি ভাঙচুর করে। দূতাবাস কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করছে। শান্তি ও ন্যায়বিচারের দূত সম্মাননীয় মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙার ঘটনায় খালিস্তানি সমর্থকরা জড়িয়ে ছিল বলে সন্দেহ করা হচ্ছে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও