![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/13/og/173044_bangladesh_pratidin_DINAJPUR--Oitijbahi-Ha-Du-Du-Play--turnament-PIC.png)
বোচাগঞ্জে হা-ডু-ডু খেলা দেখতে দর্শকদের উপচেপড়া ভিড়
করোনার এই সময়েও ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা গ্রামবাংলার সবার মনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। ঐক্য ক্রীড়া ও শান্তি এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জে হা-ডু-ডু খেলার টুর্নামেন্ট খেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উপচে পড়া মানুষের ভীড় লক্ষনীয় ছিল।
বোচাগঞ্জের উত্তর কৃষ্ণপুর গ্রামের মোঃ রনি ইসলাম, মোঃ ফাহিম ফায়সাল, মোঃ শামিম, মোঃ জিয়াসহ কয়েকজন ক্রীড়া পাগল যুবকদের উদ্যোগে ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শক সমাগম ঘটে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিযোগিতা
- দর্শক
- হাডুডু