‘কোহলির মতো নেতা হতে হবে বাবরকে’
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব দেয়া হয়েছে বাবর আজমকে। কিন্তু এ সিদ্ধান্তে ঠিক সন্তুষ্ট হতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ। কেননা অধিনায়ককে শুধু সাধারণ অধিনায়ক হলেই হয় না, একজন নেতাও হতে হয়।
এক্ষেত্রে বাবরের সামনে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উদাহরণ দাঁড় করিয়েছেন রশিদ। তার মতে, বাবরকে স্রেফ অধিনায়ক থেকে বের হয়ে একজন নেতা হতে হবে এবং দলের সবকিছুতে নিজের ছাপ রাখতে হবে। যেমনটা সাধারণত দেখা যায় বিরাট কোহলির বেলায়।