বরের বাড়িতে চলছিল বাল্যবিবাহের আয়োজন, হঠাৎ হাজির ভ্রাম্যমাণ আদালত
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার একটি এলাকা। শনিবার রাত তখন প্রায় ১০টা। এলাকার একটি বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছিল। কনের বাড়িতে ঝামেলা হওয়ার আশঙ্কায় বরের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে বরের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে হঠাৎ ভ্রাম্যমাণ আদালত হাজির হন।
এ সময় বাল্যবিবাহ বন্ধ করে বরকে ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেবেন না মর্মে মুচলেকা দেন। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৪)। মেয়েটির যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তিনি পেশায় তাঁতশ্রমিক (২৩)।