You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের রাতে সিগারেট জ্বালিয়েই ঘুম বরের, বৌভাতের সকালে মিলল লাশ

বৌভাতের অনুষ্ঠানেরস দিন সকালে বাড়িভর্তি অতিথিতে, শুধু দেখা যাচ্ছিল না বরকে। সবই ভেবেছিলেন ঘুমিয়ে আছেন তিনি। কিন্তু অনেক বেলা হওয়ার পরও বরের দেখা না পেয়ে বাড়ির লোকজন ডাকতে যান তাকে। কিন্তু বরের ঘরে গিয়ে পাওয়া যায় তার লাশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নেতাজিনগর এলাকায়। নিহত ওই যুবকের নাম নীলাদ্রি চক্রবর্তী (২৬)। খবর আনন্দবাজারের। নেতাজিনগর থানা পুলিশ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর বিয়ে হয় নীলাদ্রির। শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের ঘরেই বন্ধুদের সঙ্গে পার্টি করেন তিনি। শনিবার সকালে ওই ঘর থেকেই তার লাশ উদ্ধার করা হয়। এসময় ধোঁয়ায় ভরা ছিল ঘরটি। পুলিশের প্রাথমিক ধারণা, সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন ওই যুবক। সেখান থেকে কোনওভাবে বালিশে আগুন লেগে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর। বন্ধুদের সঙ্গে মদ্যপান করায় তার হঁশ ছিল না বলেই ঘুমের মধ্যে দমবন্ধ হয় মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। এ ঘটনায় নীলাদ্রির বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন