খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে দেশের পাঁচ হাজার ৩১০টি গির্জায় সহায়তা দিতে ১১ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৭৩০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৬২ জেলায় এসব গির্জার প্রতিটির অনুকূলে ৫০০ কেজি হারে মোট দুই হাজার ৬৫৫ মেট্রিক টন চালের পরিবর্তে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণ হিসেবে নগদ টাকার এই বরাদ্দপত্র সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জানা গেছে, বড়দিন উপলক্ষে প্রতিবছর গির্জায় চাল বরাদ্দ দেয়া হয়। গতবছর ৬২ জেলায় চার হাজার ৯১৭ গির্জায় দুই হাজার ৪৫৮ টন চাল বিতরণ করা হয়। প্রতিটি গির্জাকে ৫০০ কেজি হারে চাল দেয়া হয়েছিল। কিন্তু এবার সরকারের চালের মজুত কমে যাওয়ায় চালের সমপরিমাণ টাকা বিতরণ করা হচ্ছে।
প্রতিটন চালের মূল্য ধরা হয়েছে ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জা ৫০০ কেজি চালের দাম হিসেবে ২২ হাজার ৩৮৩ টাকা করে পাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.