বিশ্বের নিঃসঙ্গতম নারী

ডেইলি বাংলাদেশ সাইবেরিয়া, রাশিয়া প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১০:৩৫

নতুন বাড়ি পেতে যাচ্ছেন বিশ্বের নিঃসঙ্গতম নারী আগাফায়া লিকোভা। তিনি রাশিয়ার সাইবেরিয়ার দুর্গম পার্বত্য অঞ্চলে বাস করেন।

সংবাদমাধ্যম দ্য মিররের খবরে জানা যায়, লিকোভাকে দেয়া বাড়িটি রুশ ইস্পাত ব্যবসায়ী ওলেগ দিরপাস্কার অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, জোসেফ স্ট্যালিনের আমলে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ১৯৩৬ সালে পরিবারের সদস্যরা পালিয়ে রাশিয়ার সাইবেরিয়ার দুর্গম পার্বত্য অঞ্চলে চলে এসেছিলেন লিকোভা। জায়গাটি এতোটাই দূরে ও দুর্গম অঞ্চলে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার খবরও তারা জানতে পারেননি। পরিবারের অন্য সদস্যদের মৃত্যুর পর সেখানেই একাকী বাস করছেন লিকোভা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও