কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্লপের কথা হাস্যকর মনে হচ্ছে ল্যাম্পার্ডের

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১০:৩১

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচ হারের মুখ দেখেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। দুর্দান্ত ফর্মে ছিলেন এডোয়ার্ড মেন্ডি, থিয়াগো সিলভা, বেন চিলওয়েল, কুর্ত জুমা, রিস জেমস, মেসন মাউন্ট, টিমো ভেরনাররা। ফলে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের মতো কোচও চেলসির হাতে লিগ শিরোপা দেখছিলেন। বলেছিলেন, চেলসির যেমন স্কোয়াড, তাতে তারাই এবারের শিরোপার দাবিদার। গত রাতে লিভারপুলেরই প্রতিবেশী এভারটনের বিপক্ষে হেরে চেলসি যেন ক্লপকে জানিয়ে দিল, এখনই শিরোপা জেতার মতো ফর্ম নেই তাদের।

ম্যাচ শেষে চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও সেটাই জানিয়েছেন। আকারে-ইঙ্গিতে জানিয়ে দিলেন, ক্লপের কথা আসলে হাস্যকর। তাঁর দল এখনো লিগ জেতার মতো পর্যায়ে যেতে পারেনি, ‘এটাই জীবন। এটা অনেক দীর্ঘ একটা মৌসুম। এখনই যদি কেউ বলে বসে যে আমরাই মৌসুম শেষে লিগ জিতব, যদি বলে লিগের সেরা স্কোয়াডটা আমাদের আছে—তাহলে ওসব হাস্যকর কথাবার্তা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও