![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F5c755aef-632b-46df-8958-cd25fb06a1da%252F1.jpg%3Frect%3D0%252C0%252C6649%252C3491%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গাছে ঝোলে আলামত
ট্রেন দুর্ঘটনায় নানা সময় মৃত্যুবরণ করা মানুষের স্বজনদের খোঁজ মেলে না। আবার হারিয়ে যাওয়া স্বজনের খোঁজ না পেয়ে মর্গে মর্গে ঘোরে মানুষ। মরদেহ উদ্ধারের পর আলামত সংগ্রহ করে মরদেহ পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালে।
মরদেহের সঙ্গে থাকা উপকরণগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনের মর্গের ডোমঘরের সামনের গাছে ঝুলিয়ে রাখা হয়। হারিয়ে যাওয়া স্বজনের খোঁজ পেতে অনেকে আসেন এখানে রাখা উপকরণের সঙ্গে মিলিয়ে দেখতে। খুঁজে পেতে শেষ চিহ্নটি।
বাংলাদেশে রেল পুলিশের হিসাবে, ২০১৬ সালে প্রায় এক হাজার মানুষ রেললাইনে কাটা পড়ে মারা যাওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। বছরে রেলে কাটা পড়ে যে মৃত্যু হয়, তার বড় একটি অংশ হয় ঢাকা জেলাতেই। বছরে গড়ে সেটি ৩০০-র কম নয়। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, আসল সংখ্যা এর চেয়ে বেশি।