ভেন্টিলেশনে কত ঘন্টা, কবে বাড়ি যাব? বুদ্ধদেবের প্রশ্ন চিকিৎসকদের

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭

একটু সুস্থ হতেই হাসপাতাল থেকে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের কাছে তিনি নিজেই প্রশ্ন করেছেন, কবে বাড়ি ফিরবেন? শুধু তা-ই নয়, নিজের শারীরিক অবস্থার বিষয়ে খুঁটিনাটি তথ্যও চিকিৎসকদের কাছে জানতে চেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শনিবার চিকিৎসকরা বুদ্ধবাবুর কেবিনে গিয়ে তাঁকে পরীক্ষা করেন। সূত্রের খবর, তখনই বু্দ্ধবাবু জানতে চান, কত ঘণ্টা তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। টানা ৪৮ ঘণ্টা তিনি ভেন্টিলেশনে ছিলেন শুনে ঘাড় নাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধবাবুর কথার জড়তা অনেকটাই কেটে গিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছেন। চিকিৎসকদের অনুরোধ করেছেন, যাতে তাঁকে দ্রুত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। জানিয়েছেন, তিনি বাড়ি ফিরতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও