![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F12%2Fabdun_noor_sajal.jpg%3Fitok%3DydFRi74U)
সজল ‘নজরবন্দি’
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় শুক্রবার শুটিং শেষ হয়েছে ‘নজরবন্দি’ শিরোনামে একটি নাটকের। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। আর এই নাটকে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল।
এক বিজ্ঞপ্তিতে নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, চারপাশে ঘটে যাওয়া ধর্ষণ, হত্যাকাণ্ড নিয়ে প্রতি মুহূর্তে সবাই আতঙ্কে থাকে। পরিবারে কোনো ছেলেমেয়েকে কিছুক্ষণের জন্য দেখতে না পেলেই সেই ভয় তীব্রতর হয়ে ওঠে।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেতা
- শুটিং শুরু
- আব্দুন নূর সজল