ইউরোপ ট্রিপ
সন্ধ্যায় পৌঁছালাম প্যারিসে। স্টেশন থেকে ট্যাক্সি করে হোটেল। প্রাচীন শহর দেখে মুগ্ধ আমি। এখানেও স্থাপনাগুলো অনেক পুরোনো।
হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই বেরিয়ে গেলাম আরেক আশ্চর্য দেখতে। আইফেল টাওয়ার! নদীর পাশ দিয়ে ট্যাক্সি যাচ্ছে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত, আলো-ঝলমলে আইফেল টাওয়ারে পৌঁছে যেন শান্তি।
টিকিট নেওয়াই ছিল, তবু সেই লাইনে দাঁড়ানো টাওয়ারের ওপরে যাওয়ার জন্য। একদম ওপর পর্যন্ত যাওয়ার সিঁড়ি। ভাবিনি সেখানে স্যুভেনির শপ এবং খাবারের দোকানও থাকবে। এই লোহার স্থাপনা প্যারিসের আইকন! আইফেল টাওয়ারের ওপর থেকে প্যারিস এক স্বপ্নের নগরী। চারপাশের স্থাপনা, নদীতে নৌকাভ্রমণ দেখতে দেখতে মন স্বপ্নবিলাসী হয়ে ওঠে।
- ট্যাগ:
- ভ্রমণ
- ভ্রমণ
- প্যারিস ভ্রমণ