১০ বছর পর ন্যাটোর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় তারা অংশ নিতে চলেছে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক দশক বাদে এই প্রথম ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের করাচি বন্দর নগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের পক্ষ থেকে আমান-২০২১ নামে জলদস্যু বিরোধী একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে মস্কো নৌবাহিনীর সদস্যদের পাঠাবে। ৩০টি রাষ্ট্রের এই মহড়ায় আমেরিকা, ব্রিটেন, তুরস্ক, জাপান এবং চীনের নৌবাহিনীও যোগ দেবে। এর আগে ২০১১ সালে স্পেনের জলসীমায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়া সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।