করোনার মধ্যে ফের ঘেরাও যাদবপুরে

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৫:৩৬

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ও ফলপ্রকাশের পদ্ধতি ঢেলে সাজাতে কমিটি গড়ার আশ্বাসের পরে বুধবার গভীর রাতে ঘেরাও উঠেছিল। শুক্রবার ক্যাম্পাসের একটি ঘরে সেই কমিটির প্রথম বৈঠকে সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, ইঞ্জিনিয়ারিংয়ের ডিন-সহ কিছু কর্তাকে ফের বেশি রাত পর্যন্ত ঘেরাও করে রাখল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র সংসদ ফেটসু।

অতিমারির মধ্যে বেলা ২টো থেকে একটি ঘরে এমন ঘেরাওয়ে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখানো হয়েছে বলে শিক্ষকদের অভিযোগ। তাঁদের বক্তব্য, এমন চললে পরের বৈঠকে তাঁরা আদৌ যোগ দেবেন কি না, সেটা তাঁদের ভেবে দেখতে হবে। উপাচার্য সুরঞ্জন দাস এ দিন বাড়ি থেকেই ওই বৈঠকে যোগ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও