![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F51e6d8a0-13d9-4d15-ae73-e8353cbecd4a%252FDH1246.JPG%3Frect%3D0%252C43%252C532%252C279%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পাথরঘাটায় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। জেলেদের খাদ্যসহায়তার ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, ‘চাল বিতরণে অনিয়ম বা আত্মসাৎ করা হয়নি।