গরুর পেটে আসছে ইয়াবা!
ভারতীয় গরুর পেটে করে ইয়াবা আসছে বাংলাদেশ- আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওসি এ তথ্য জানান।
পরে ওসির তথ্যে উদ্বেগ জানিয়ে গরু চোরাচালন বন্ধে কী ধরনের পদক্ষেপ নেয়া যায় সে নিয়ে সভায় আলোচনা হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গরু
- চোরাচালান
- ইয়াবা জব্দ