বগুড়ায় বাঙালি নদীর চর কেটে লুট হচ্ছে মাটি!
বগুড়ার শেরপুরে বাঙালি নদীর চর কেটে মাটি লুটে নেয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের লোক পরিচয়ে এই মাটি কেটে নিয়ে যাচ্ছেন একটি ব্যবসায়ী সিন্ডিকেট। প্রতিদিনই অবৈধভাবে কাটা মাটি ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় ইটভাটায়। এভাবে মাটি কাটা অব্যাহত থাকায় নদীপাড়ের ফসলি জমি-বসতবাড়ি ও খেয়া ঘাটে যাওয়ার একমাত্র সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কাও করছেন এলাকাবাসী।
জানা যায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যে দিয়ে বহমান বাঙালি নদী। আর এই নদীর চোমরপাথালিয়া বাজার অংশে নদীর চর ও তীরবর্তী ফসলি জমি থেকে প্রায় ৮-১০ফুট গভীর করে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। একইসঙ্গে সেসব মাটি বিক্রি করে দেওয়ায় বেশ কয়েকটি ট্রাকে ভরে শ্রমিকরা নিয়ে যাচ্ছেন ইটভাটায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নদীর চর
- অবৈধভাবে মাটি কাটা