![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fe95ebdb6-903b-474f-90a8-8d2d5a3c5c59%252Fkoh1.jpg%3Frect%3D0%252C0%252C2560%252C1344%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘ক্রিকেটের বাইরেও কোহলির জীবন আছে’
প্রথম আলো
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৬:৩০
ভারতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের সঙ্গে টেস্ট সিরিজ লড়বে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ এক উপলক্ষের সাক্ষী হবেন বিরাট কোহলি। বাবা হওয়ার আনন্দে ভাসবেন তিনি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ লগ্নে ভারত অধিনায়ক তাঁর স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।