![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/wine-251837.jpg)
ওয়াইন মজুদের হিড়িক ব্রিটেনে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার পর দেশটির ব্যবসায়ীরা আগের মতো আর বাণিজ্য সুবিধা পাবেন না। আগের সুবিধা ধরে রাখতে ইইউ'র সঙ্গে যুক্তরাজ্য আলোচনা চালিয়ে গেলেও নিকট ভবিষ্যতের সমস্যা মাথায় রেখে অন্যান্যদের মতো ব্রিটেনের ওয়াইন ব্যবসায়ীরাও এই পণ্য (মাদক) মজুদ করতে শুরু করেছেন।
আগামী ৩১ ডিসেম্বর কার্যকর হচ্ছে বেক্সিট। এরপর স্বাভাবিকভাবেই ব্রিটেনের ব্যবসায়ীরা ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসার ক্ষেত্রে আগের মতো সুবিধা পাবেন না। তবে এ সুবিধা ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববারের মধ্যে (১৩ ডিসেম্বর) এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি।