![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchina-flight-20201211091541.jpg)
চীনে বিমানকর্মীদের টয়লেটে যেতে মানা, পরতে হবে ডায়াপার
করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ গন্তব্যে চলাচলকারী বিমানের কর্মীদের (কেবিন ক্রু) ডায়াপার পরার নির্দেশনা জারি করেছে চীন। এছাড়া তাদের বিমানের টয়লেট ব্যবহার না করার নির্দেশনাও দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণ রোধে তারা ৩৮ পাতার বিস্তর নির্দেশনা জারি করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।